ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে আলম ছিদ্দিকী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইব্রাহিম, আলামিন ও শরীফ।

ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের একটি টিম অভিযানে নামে। এ সময় মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন আদালত। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার (৭ অক্টোবর) থেকে শনিবার (২৮ অক্টোবর) পর্যন্ত নদীতে জাল ফেলা, ইলিশ শিকার, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।