বরগুনার ৫ উপজেলার (বরগুনা-আমতলী-পাথরঘাটা-বামনা-বেতাগী) ৩৪টি ইউনিয়নে ৩১০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক।
সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার ৫টি উপজেলার মধ্যে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
বামনা উপজেলার ৪টি ইউনিয়নে ৩৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টিকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে জানিয়েছে পুলিশ।
বেতাগী উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৩টিকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বেতাগী থানা পুলিশ।
আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের ৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আমতলী থানা পুলিশ।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, এসব ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বাত্মক সচেষ্ট থাকবে। নির্বাচনী যে কোনো সহিংসতা মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।