কোথায় গিয়ে থামবেন তুষার ইমরান? এটা এখন ক্রিকেটাঙ্গনে অনেক বড় প্রশ্ন। প্রথম শ্রেণির ক্রিকেট মানেই তুষারের ব্যাটে একের পর এক সেঞ্চুরি। এটা যেন অবধারিত। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই যেমন আরও একটি সেঞ্চুরি উপহার দিলেন তিনি। রংপুর বিভাগের সঙ্গে ম্যাচ ড্র করার আগে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। যদিও এই ম্যাচের সেরা হয়েছেন সৌম্য সরকার।

৬৩ রান নিয়ে শেষদিন শুরু করেন তুষার ইমরান। আগের দিনের সঙ্গে আরও ৪০ রান যোগ করে আউট হন। এ নিয়ে ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারে ৩১টি সেঞ্চুরি করে ফেলেছেন তুষার। সর্বমোট রানও ছাড়িয়েছেন ১১ হাজারের গণ্ডি।

তুষার ইমরানের আগে ৭১ রান করে আউট হয়েছিলেন সৌম্য সরকার। শেষ দিন ৬৩ রান করেন জিয়াউর রহমান। ৩১ রান করেন মেহেদী হাসান। ৯ উইকেটে ৩৩৪ রানে গিয়ে ইনিংস ঘোষণা করে খুলনা বিভাগ।

ফলে জয়ের জন্য রংপুরের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৪ রান। জবাব দিতে নেমে দলীয় ১৯ রানে মেহেদী মারূফের উইকেট হারায় রংপুর। ওপেনার জাহিদ জাভেদ ৬৪ এবং মাহমুদুল হাসান অপরাজিত থাকেন ১১ রানে। ১ উইকেট হারিয়ে রংপুর ৯১ রান করার পরই দিন শেষ হয়ে যায় এবং ম্যাচ ড্র জয়ে যায়।