আলোকিত পৌরসভা গড়ার লক্ষে বরিশালের উজিরপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের ৩৪১টি পরিবারকে বিদ্যুত সংযোগ দিয়ে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি।

শুক্রবার বিকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের হানুয়া বারপাইকা গ্রামে শিশু কল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন।

এ সময় সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বিশেষ অতিথি হিসেবে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী একরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু বক্তব্য রাখেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাফ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিয়ন, পৌর কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি পৌরসভার ৭নং ওয়ার্ডে ১২০টি সহ মোট ৩৪১টি পরিবারের মাঝে একযোগে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের প্রতীকী আলো জ্বালিয়ে শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন।