ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদারকে ক্লোজড করা হয়েছে। শনিবার সকালে শাস্তিস্বরুপ সরিয়ে ভোলা পুলিশ লাইনে নেয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মিজানুর রহমান বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন। এখন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মনিরুল ইসলাম।

কিন্তু ক্লোজড করার বিষয়টি তিনি খোলসা না করে বলছেন প্রশাসনিক কারণে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে থানার ভেতরকার একটি সূত্র জানিয়েছে- ওসি হানিফ সিকদার রসুলপুর গ্রামের আসামীর পরিবর্তে সাক্ষীকে জেলহাজতে প্রেরণ করেন। সেই ঘটনায় চরফ্যাশন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলী নোমান তার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহণের আদেশ লিখেন।

এ ছাড়াও তিনি এক ব্যক্তিকে হত্যা মামলায় জড়ানোর চেষ্টা, মামলা গ্রহণ, অভিযোগ প্রদান ও মাদকের আসামী ছেড়ে দিয়ে মোটা অংকে টাকা গ্রহণের অভিযোগে রয়েছে ওসি হানিফের বিরুদ্ধে।

সেক্ষেত্রে ধরনা করা হচ্ছে- এই সব অভিযোগের ভিত্তিতে ওসিকে থানা থেকে সরিয়ে নিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।’