তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী ড. শহিদুল আলমকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

শহিদুল আলমের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, এখন কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। এদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

জামিন আদেশের পর শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদ বলেন, আমি খুবই খুশি। বাংলাদেশের বিচারালয়ের ওপর আস্থা ফিরে পেয়েছি।

নিরাপদ সড়কের দাবিতে গত ৩ ও ৪ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে জিগাতলা এলাকায় সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকবার ফেসবুক লাইভে সংঘর্ষ নিয়ে কথা বলেন শহিদুল আলম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনা করেন। এরপর ৫ আগস্ট শহিদুল আলমকে তার বাসা নিয়ে থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। রাতে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়।

বর্তমানে কারাগারে রয়েছেন শহিদুল আলম।