বাগেরহাটে আত্মসমর্পণ করা ছয়টি বাহিনীর ৫৪ জন জলদস্যু জামিনে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার বাগেরহাট জেলা কারগার থেকে জামিনে ছাড়া পান তারা।

এর আগে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে অন্য মামলা থাকায় ছয়টি বাহিনীর সাতজন সদস্য জেল থেকে বের হতে পারেননি।

১ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন ছয়টি বাহিনীর ৫৪ জন সদস্য। বাগেরহাট শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে তারা আত্মসমর্পণ করলে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী।