উচ্চগতির ইন্টারনেট ফাইভ জি নেটওয়ার্ক পরীক্ষা করা হচ্ছে নেদারল্যান্ডে। তবে উচ্চগতির ইন্টারনেটের পরীক্ষামূলক অবস্থাতেই শত শত পাখির মৃত্যু ও অন্যান্য প্রাণীর অস্বাভাবিক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

নেদারল্যান্ডের যে স্থানে এ পরীক্ষা করা হয়, তার পাশেই এক পার্কের প্রাণীদের মাঝে নানা অদ্ভুত আচরণ দেখা যায়। হঠাৎ করেই গাছের ডালে বসে থাকা পাখিগুলো মরে নিচে পড়তে থাকে। এভাবে প্রায় তিনশ পাখি মারা পড়েছে বলে পরিবেশবাদীরা দাবি করছেন।

প্রিন্সিপিয়া সায়েন্টিফিক ইন্টারন্যাশনাল নামে এক সাময়িকীতে বিষয়টি তুলে ধরা হয়েছে। তাতে উঠে এসেছে শুধু পাখি নয়, পাশে পুকুরে সাঁতার কাটতে থাকা হাঁসগুলো অদ্ভূত আচরণ করতে শুরু করে। পানির নিচে ডুব দিয়ে কেন যেন হঠাৎ পালানোর চেষ্টা শুরু করে হাঁসগুলো।

নেদারল্যান্ডে সম্প্রতি পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্মের টেলিকম নেটওয়ার্ক ফাইভ জি চালু করা হয়েছে। একটি রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ওই নেটওয়ার্ক চালু হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেদারল্যান্ডের পরিবেশপ্রেমীরা।