বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় ভোটকেন্দ্র পাহারাকালে মো. আল আমিন নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ভোট শুরুর ৩ঘন্টার মাথায় উপজেলার বিশারকান্দির ইউনিয়নের মুরারবাড়ি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত আলামিন হোসেন একই ইউনিয়নের উমারেরপাড় এলাকার আবদুল মালেকের ছেলে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান কে জানান, আনসার সদস্য কেন্দ্র পাহারায় ছিলেন।
এসময় তার সাথে থাকা বন্দুক থেকে আকস্মিক গুলি বের হয়ে মুখমন্ডল ভেদ করে মাথা থেকে বের হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এটি অসাবধানতার কারণে হয়েছে বলে দাবি করেন ওসি।
খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।’