ক্যামব্রিজ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ক্যান্সারের ত্রিমাত্রিক মডেলের একটি ভার্চুয়াল বাস্তবতা (ভিআর) বানিয়েছেন। যেটিকে রোগটি শনাক্ত করার নতুন উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এতে রোগীর কাছ থেকে টিউমারের নমুনা সংগ্রহ করে তাতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। এমনকি প্রতিটি কোষের সব তথ্য বের করে আনা যাবে।

গবেষকরা বলছেন, এতে ক্যান্সার নিয়ে আমাদের বোঝাপড়া আরও জোরালো হবে। চিকিৎসার নতুন উপায় বের করে আনতেও এটি আমাদের সহায়তা করবে।

ভিআর যেভাবে কাজ করবে

• গবেষকরা স্তন ক্যান্সারে কলার এক ঘনমিলিমিটার বাইওপসি নেবেন। যাতে অন্তত এক লাখ কোষ থাকতে হবে।

• এর পর তা পাতলা টুকরো করে কেটে স্ক্যান করা হবে। তাদের আণবিক মেকআপ ও ডিএনএর বৈশিষ্ট্য দেখাতে মার্কার দিয়ে কালি মাখা হবে।

• পরে ভিআর দিয়ে টিউমারটি নতুন করে তৈরি করা হবে।

• একটি ভার্চুয়াল বাস্তবতার পরীক্ষাগারে ত্রিমাত্রিক টিউমারের বিশ্লেষণ করা সম্ভব হবে।

ব্রিটিশ ক্যামব্রিজ ইনস্টিটিউটের ক্যান্সার গবেষক অধ্যাপক গ্রেগ হ্যানন বলেন, এর আগে এতটা বিস্তারিতভাবে টিউমার নিয়ে গবেষণা করা সম্ভব হতো না। ক্যান্সার শনাক্ত করতে এটি একটি নতুন উপায়।