বরগুনার পাথরঘাটা উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুশীলা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুশীলার ছেলে বাবুল জানান, তার শ্যালক প্রদীপ ও প্রণব হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শ্যালক প্রদীপ ও প্রনবসহ প্রতিপক্ষরা জমিতে ধান কাটতে আসলে তাতে বাধা দেওয়ায় তারা লাঠি দিয়ে বৃদ্ধা সুশীলার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এ সময় সুশীলার পুত্রবধূ হেপী রাণী উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পাশ্ববর্তী চরদুয়ানী বাজারের গ্রাম্য চিকিৎসকের কাছে নিলে অবস্থার অনবতি হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বরিশালটাইমসকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃতের স্বজনেরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। ’