বরিশালের বানারীপাড়ায় দু’টি অবৈধ ইট ভাটায় অভিয়ান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের সহায়তায় সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলার সময় অবৈধ ভাবে ইট প্রস্তুত করার দায়ে বাইশারি এলাকার মেসার্স আল্লাহর দান ব্রিকসের ম্যানেজার মো. আলকাছ মোল্লাকে ৩ লাখ এবং ডুমুরিয়া এলাকার মেসার্স কালাম ব্রিকসের প্রোপাইটর বেগম শিরিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অবৈধ ভাবে উৎপাদিত ইট ধ্বংস করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

অবৈধ ইটভাটা বিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।