ক্রিকেটের এই নিয়মটা প্রায় সবারই জানা। টানা তিন বলে যদি কোনো বোলার তিনটি উইকেট নিতে পারেন, তবে তাকে বলা হয় ‘হ্যাটট্রিক’। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ফরহাদ রেজা আজ তিন বলে তিনটি উইকেট নিলেন, একই ওভারে। কিন্তু ‘হ্যাটট্রিক’ হলো না। কেন?

১৯তম ওভারটি করছিলেন ফরহাদ রেজা। ওভারের চতুর্থ বলে মনির হোসেনকে সাইফ হাসানের ক্যাচ বানান ফরহাদ রেজা। পঞ্চম বলে আরাফাতের ক্যাচ অলক কাপালি।

ষষ্ঠ বলে মোহর শেখের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেছিলেন প্রাইম দোলেশ্বরের পেসার। খেয়ালই করেননি, পেছন দিক দিয়ে গিয়ে স্ট্যাম্প ভেঙে দিয়েছে তার ডেলিভারিটি।

পরে যখন বুঝলেন, তিন বলে তিন উইকেট হয়ে গেছে ফরহাদ রেজার। তবে কি ‘হ্যাটট্রিক’ হলো? না, হলো না। কিন্তু কেন? আসলে তিন বলে তিন উইকেট নিলেও মাঝে একটি বল ওয়াইড হয়েছিল এই মিডিয়াম পেসারের। ‘হ্যাটট্রিক’ আসলে হয় টানা তিন ডেলিভারিতে, বলে নয়।

ফরহাদ রেজার তাই হ্যাটট্রিক হলো না। তবে হ্যাটট্রিক না হলেও বল হাতে ঠিকই প্রতিপক্ষকে ভুগিয়েছেন এই অলরাউন্ডার। ৪ ওভারে ৩২ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট।