মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বারবাকপুর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

অফিস পরিচালনার দায়িত্বে থাকা নৌকা প্রতীকের সমর্থক আহত খলিলুর রহমান অভিযোগ করেন, সকালে রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধার নেতৃত্বে আ’লীগের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর আনারস প্রতীকের ৩০/৪০ জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে ওই অফিসে হামলা চালিয়ে অফিসের আসবাপত্র তছনছ ও ভাঙচুর করে। অফিসে থাকা প্রধানমন্ত্রী ও নৌকার প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে। হামলায় ৫ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগরে সহ-সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধা এ অভিযোগ অস্বীকার করেছেন।’’