পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে বলেই পিরোজপুর-ভাণ্ডারিয়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলে উন্নয়ন চিত্র মানুষ স্বচক্ষে দেখতে পাচ্ছে।’

শুক্রবার (২২ মার্চ) দুপুরে ভাণ্ডারিয়া উপজেলায় পানি উন্নয়ন অধিদপ্তরের আওতায় ব্লক পাইলিংয়ের কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন।

উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের কচা নদীতে এ পাইলিং চলছে।

এসময় প্রকল্প পরিচালনা প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, ডেপুটি পরিচালক হাবিবুর রহমান, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ, ভাণ্ডারিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিনসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভাণ্ডারিয়া উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৪৫২ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ হলে ঝড়-জলোচ্ছ্বাস থেকে এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে।’