বরগুনার তালতলীতে শ্রেণি কক্ষের ছাদের একাংশ ধসে ছাত্রী মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসন। আজ রবিবার বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব আলমকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের স্কুল নির্মাণে নিম্নমান ও প্রাথমিক শিক্ষা বিভাগের উদাসীনতার কারণে শ্রেণিকক্ষেই নিভে গেছে একটি তাজা শিশুর প্রাণ।

অন্যদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যথাযথ তদন্ত সাপেক্ষ্যে দায়ীদের কঠিন শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।