নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলার চিহ্নিত সন্ত্রাস মো. জামাল হাওলাদারকে (২৪) গ্রেপ্তার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম। বুধবার রাতে তাকে উপজেলার দক্ষিণ চেঁচড়ি গ্রামের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জামাল হাওলাদার ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বরিশাল র‌্যাব সদর দপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে হেফাজত থেকে তিন রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জামাল হাওলাদার দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন।

এই ঘটনায় বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে কাঁঠালিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।