নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে জেলেদের জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির ৮ বস্তা (৪শ’ কেজি) চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দাসপাড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকা থেকে পুলিশ ওই চাল উদ্ধার করে।

জানা গেছে- বৃহস্পতিবার দাসপাড়া ইউনিয়নে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসুচীর চাল বিতরণ করা হয়। জেলে নয় অথচ স্বচ্ছল এমন কিছু ব্যক্তিকে অর্থের বিনিময়ে চাল দেয়া হয়েছে। এ খবর পেয়ে বাউফল থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ বস্তা চাল জব্দ করে।

দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান মোহন বলেন, আমরা খবর পেয়ে মুসলিমপাড়া গিয়ে দেখি প্রকৃত দুঃস্থ জেলেদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে যারা জেলে নয়, এমন স্বচ্ছল ব্যক্তিদের চাল বিতরণ করা হয়েছে। চাল বিক্রির সঙ্গে দাসপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য জড়িত বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে বাউফলের উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।