অনলাইন ডেস্ক:: ঘূর্ণিঝড় ফনির প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন গ্রামে জোয়ারের পানি ঢুকে গেছে। শুক্রবার দুপুরে চার নম্বর ইউনিয়নের তিন গ্রামে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ্ আল জাকি জানান, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে মির্জাগঞ্জের চার নম্বর ইউনিয়নের দুই কিলোমিটারে পানি উন্নয়ন বোর্ডের ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে রানিপুর, মেহেন্দিয়া বাঁধ ও চরখালী গ্রামে। কিন্তু কোনো গ্রাম প্লাবিত হয়নি।

অপরদিকে দুপুর থেকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কুয়াকাটায় ঝড়ো হাওয়াসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে কুয়াকাটা সংলগ্ন নীলগঞ্জ খাজুরা এলাকার পানি উন্নয়ন বোর্ডের ভাঙা বেড়িবাঁধ সংস্কারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।