নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের গৌরনদীতে অপহরণের ১১ দিনের মাথায় মাদ্রাসাছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে দুই অপহরণকারীকে। সোমবার দুপুরে উপজেলার নাঠৈ গ্রাম থেকে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন- উপজেলার শাওড়া গ্রামের রাসেল হাওলাদার এবং তার সহযোগী জুলহাস সরদার।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বরিশালটাইমসকে জানান- উপজেলার আল-হেলাল ইসলামীয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির এক ছাত্রীকে গত ২ মে বিকেলে সহযোগীদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায় রাসেল হাওলাদার। এই ঘটনায় সোমবার সকালে ওই মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণকারী রাসেল ও তার সহযোগী জুলহাস সরদারকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সাথে উদ্ধার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।’