সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোনো আইন কিংবা বিধি আছে কি না, যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কি বলে ডাকবেন- তা জানতে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন সালেহীন চৌধুরী শুভ নামের এক ব্যক্তি। তিনি হাওর এরিয়া আফলিটটেমন্ট সোসাইটির ( হাউস) নির্বাহী পরিচালক।

আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ এর নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে এই তথ্য জানতে চান শহরের ওয়াপদা রোডের বাসিন্দ সালেহিন।

এ বিষয়ে শুভ বলেন, ‘সম্বোধন নিয়ে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত সরকারি দপ্তরগুলোতে দুর্ব্যবহারের শিকার হন শুধ মাত্র কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করার কারণে। ’

এই উন্নয়নকর্মী আরও বলেন, ‘রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে জনগণের সঙ্গে তারা কেন এমনটা করেন বোধগম্য হয় না। তাই জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোনো আইন কিংবা বিধি আছে কি না। যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কি বলে ডাকবেন সেই বিষয়টি যাতে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়।’