মগবাজার চৌরাস্তা এলাকায় ক্যাফে ডি তাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে পানি দিয়ে কুলিংয়ের কাজ করছেন। এরপর তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন।

ফায়ার সার্ভিসের যেসব কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছেন, তারা ফিরে এসে আগুনের কারণসহ বিস্তারিত প্রতিবেদন তৈরি করবেন বলে জানান রাসেল শিকদার।

এদিকে আগুন লাগার পরপরই আশপাশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং আশপাশের হোটেলগুলো বন্ধ রাখা হয়। রেস্টুরেন্টের পাশেই জনতা ব্যাংকের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করেছেন এমন এক কর্মকর্তা বলেন, রান্না ঘরের চুলা থেকে বা গ্যাস লিক করে আগুনের সূত্রপাত বলে দেখতে পাই। আগুনের একটি চিমনি ৭ তলা পর্যন্ত উঠেছে। তবে আগুন পুরোপুরি নিভে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।