সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ঝালকাঠিতে ট্রাফিক সচেতনতায় প্রচারণা ও অভিযান পরিচালনায় জেলা পুলিশের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন শহরের পেট্রোলপাম্প মোড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।

কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ট্রাফিক পুলিশের চেকপোস্ট। মোটরসাইকেল ও যানবাহন তল্লাশী করে হেলমেট ও কাগজপত্র বিহীন চালকেদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আর যাদের কাগজপত্র সঠিক এবং হেলমেট মাথায় পাওয়া যাচেছ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা দেয় পুলিশ। এছাড়াও সচেতনতায় বিরতরণ করা হয় লিফলেট। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, ট্রাফিক পুলিশের পরিদর্শক আল-মামুন, সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শোনিত কুমার গায়েন, ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহারসহ পুলিশের কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আমাদের উদ্দেশ্য একটাই মানুষ যেন সচেতন হয় এবং তারা আরো দশ জনকে সচেতন করতে পারে। ঝালকাঠি জেলাকে দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান ফাতিহা ইয়াসমিন।