বেশ কয়েক মাস ধরেই নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেসবুক। মার্কিন নিয়ন্ত্রক সংস্থার আপত্তির মুখে মুদ্রাটি এখনো চালু না হলেও অনলাইনে এ বিষয়ে আগ্রহের কমতি নেই। আর এই আগ্রহকে পুঁজি করে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করতে অনলাইনে ছড়িয়ে পড়ছে নতুন স্ক্যাম।

এ জন্য প্রথমে কম দামে ‘লিব্রা’ দেওয়ার প্রলোভন দেখিয়ে ফেসবুকে ভুয়া বার্তা পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ফেসবুকের আদলে তৈরি ভুয়া সাইন ইন পেজ চালু হয়। পেজটিতে ব্যবহারকারীদের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে বলা হয়। ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলেই তা চলে যায় সাইবার অপরাধীদের দখলে। স্ক্যামটি এত নিখুঁতভাবে পরিচালনা করা হয়ে থাকে যে ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রেই তা শনাক্ত করতে পারে না।