বার্তা পরিবেশক, পটুয়াখালী:: প্রায় চার হাজার যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে ঢাকাগামী যাত্রীবাহী দুটি লঞ্চ। বুধবার রাত ৮টার দিকে এমভি জামাল-৫ ও এমভি আওলাদ-৭ লঞ্চ দুটি পটুয়াখালীর কারখানা নদীর কবাই এলাকায় আটকা পড়ে।

এমভি আওলাদ-৭ লঞ্চের সুপারভাইজার মো. মিলন বলেন, পটুয়াখালী লঞ্চঘাট থেকে ৬টা ২০ মিনিটে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। রাত ৮টার দিকে কারখানা নদী অতিক্রমকালে কবাই এলাকায় আমাদের লঞ্চটি আটকা পড়ে।

সুপারভাইজার মিলন আরও বলেন, আমাদের লঞ্চের পাশাপাশি পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি জামাল-৫ লঞ্চটিও আটকা পড়েছে। ওই লঞ্চেও প্রায় দুই হাজার যাত্রী রয়েছেন। কারখানা নদীর কবাই এলাকায় ডুবোচরে আটকা পড়েছে লঞ্চ দুটি। ঘণ্টাখানের পর নদীতে জোয়ার আসবে। জোয়ার আসার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমরা। লঞ্চে কোনো সমস্যা হয়নি। ডুবোচরে পানি না থাকায় লঞ্চ দুটি আটকা পড়েছে। যাত্রীরা নিরাপদে রয়েছেন।