বার্তা পরিবেশক, পিরোজপুর:: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার দেড় মাস পরে আজ বৃহস্পতিবার উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একই গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভূক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ঘটনার দেড় মাস পর আজ বৃহস্পতিবার অভিযুক্ত স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের ওই ছাত্রীর মা তাকে বৃদ্ধ দাদুর কাছে রেখে চিকিৎসার জন্য বরিশাল যান। ঘটনার দিন রাতে বৃদ্ধ দাদু ও স্কুলছাত্রী বাড়িতে ছিল। রাতে ওই স্কুলছাত্রটি মেয়েটির ঘরে ঢুকে ধর্ষণ করে। পরদিন মেয়ের মা বাড়িতে আসলে এ ঘটনা তাকে জানায়। পরে লোকলজ্জার ভয়ে স্কুলছাত্রীর পরিবার বিষয়টি চেপে যান।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।