বার্তা পরিবেশক, অনলাইন:::  জোহানসবার্গের কাছে অরেঞ্জ ফার্ম নামক এলাকায় একদল আফ্রিকান সন্ত্রাসীর দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে ২ বাংলাদেশি নিহত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে টানা ১৬ দিন চিকিৎসাধীন থেকে রহিম খান (৩৪) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সে সময় তিনি পেট্রোলের আগুনে মারাত্নকভাবে দগ্ধ হন। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে জোহানসবার্গের বারাক ওয়ানা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রহিম খানের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর খাঁন বাড়ি।
এ ঘটনায় ২৩ অক্টোবর ইমরান (২৮) নামে তার দোকানের পার্টনারও আগুনে দগ্ধ হয়ে স্থানীয় একটি হাসপাতালে মারা যান।