বরগুনা: আমতলী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছেলের দায়ের করা ছিনতাই মামলায় পিতা অমল চন্দ্র দাস কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার বিকেলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, নাচনাপাড়া গ্রামের অমল চন্দ্র দাসের ছেলে অসিত চন্দ্র দাস ২০১৫ সালের ১১ জানুয়ারি আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবার বিরুদ্ধে ছিনতাই মামলাটি দায়ের করেন। ওই মামলায় অমল চন্দ্র দাস নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রোববার রাতে আমতলী থানা পুলিশ অমল চন্দ্র দাসকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরবর্তীতে সোমবার তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস ও বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মাঈনুল আহসান বিপ্লব তালুকদার। ছেলের মামলায় বাবা জেলহাজতে যাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’