ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে বুলবুল।

ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে বাড়ি। চাল উড়ে গিয়েছে। গাছও ভেঙে পড়েছে কয়েকটি জায়গায়। পশ্চিম মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রাম, নয়াচর ব্লক বুলবুল-এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে সুন্দরবন বদ্বীপ অঞ্চল। কয়েক ঘণ্টার মধ্যেই বুলবুল আছড়ে পড়বে স্থলভাগের কোনও জায়গায়।

ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়। সে সব জায়গায় তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং প্রশাসনিক কর্তারা।

আবহাওয়াবিদদের মতে, আগামীকাল রবিবার পর্যন্ত সাইক্লোন বুলবুলের প্রভাব থাকবে। এরপর সেটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যাবে। শুধু তাই নয়, পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করছে আলিপুর হাওয়া অফিস।