পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাঁচা বাজারে ৫০০ টাকা কেজি দরে ধনেপাতা বিক্রি হচ্ছে। ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার আগে কেজিপ্রতি ধনে পাতার দাম ছিল ২০০ থেকে ২৫০ টাকা। বুলবুল আঘাত হানার পর ধনে পাতা ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় বিক্রেতা মো. কাওসার হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে খেতের প্রচুর ক্ষতি হয়েছে। এ কারণে ধনে পাতার দাম বেড়েছে। আমরাই ৪০০ টাকার চেয়ে বেশি দামে কিনি। খরচ হিসাব করে ৫০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।’

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বুলবুলের কারণে শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে জোগান কম। তাই দাম বেড়ে গেছে।