বরিশালের  অনলাইন সংবাদমাধ্যম বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নিজস্ব কার্যালয়ে কেক কেটে বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

অনুষ্ঠানে বরিশাল লাইভের প্রকাশক মোঃআরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক ফাতেমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের আঞ্চলিক সমন্বয়কারি মোঃ বাহাউদ্দিন গোলাপ, বরিশাল ওয়াচ ডট কমের প্রকাশক ও সম্পাদক শেখ সাঈদ আহমেদ মান্না, আপডেট নিউজের প্রকাশক ও সম্পাদক মামুন অর রশীদ, এশিয়ান টিভি’র বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা,রিপোর্ট একাত্তরের প্রকাশক সাঈদ পান্থ, বাংলানিউজের স্টাফ রিপোর্টার মুশফিক সৌরভ, বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক ও সম্পাদক খন্দকার রাকিব,আপডেট নিউজের নির্বাহী সম্পাদক রিপন হাওলাদার,বরিশাল ক্রাইম নিউজের উপদেষ্টা রেজাউল কবির,নভোএয়ারের বিভাগীয় সেলস ইনচার্জ আরেফিন ইসলাম, ভোরের আলোর স্টাফ রিপোর্টার মাহাবুবুর রহমান,ডেনিস মুনসুন ফিল্মস প্রেজেন্ট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় সেরা এন্ট্রি হিরো নির্বাচিত রিয়াজুল ইসলাম রিয়াজ,বরিশাল লাইভের নির্বাহী সম্পাদক সাঈদ বারি প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন রিপোর্ট একাত্তরের সম্পাদক নাছির উদ্দিন নাইম,বরিশালের আলোর নির্বাহী সম্পাদক মজিবর রহমান নাহিদ,বরিশাল লাইভের বার্তা সম্পাদক শাহারিয়া সাকিব প্রমুখ। এসময় অতিথিগণ বরিশাল লাইভের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।