বার্তা পরিবেশক, অনলাইন:: এবারের বিপিএলে কাগজে কলমে শক্তিশালী দল ঢাকা প্লাটুন। কিন্তু তারকায় ঠাসা এই দলটি নিজেদের প্রথম ম্যাচেই খেল হোঁচট। বাজে বোলিং ও ব্যাটিংয়ে রাজশাহী রয়্যালসের কাছে পাত্তাই পেল না মাশরাফি-তামিমের দল। ঢাকা হেরে গেল ৯ উইকেটে।

এত হাই লেভেলের টিম হয়েও এমন হাল কেন, জানতে চাইলে দলীয় অধিনায়ক মাশরাফি জানালেন, ‘টুর্নামেন্টটা অনেক বড়, এখনও অনেক সময় আছে। আজকে কিছু ভুল হয়েছে, রান আউট হয়েছে সেগুলো ঠিক করতে হবে। এটাও ঠিক যে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এসে মানিয়ে নিতে সময় লাগে। দুই তিনটা ম্যাচ গেলেই সব ঠিক হয়ে যাবে।‘

মাশরাফি আরও বলেন, ‘কালকেই যেহেতু ম্যাচ তাই বেশি চিন্তা করার সময় নাই। যেই ভুল গুলো হয়েছে সেটা ঠিক করে, যেখানে ভালো করা উচিৎ ছিলো সেখানে ভালো করতে হবে।‘

আসরের তৃতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১৩৪ রান সংগ্রহ করে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ১৩৫ রানের সহজ লক্ষ্য রাজশাহী রয়্যালস ছুঁয়েছে মাত্র ১ উইকেটের খরচার। দলের হয়ে হযরতউল্লাহ জাজাই ৫৬*, লিটন দাস ৩৯ ও শোয়েব মালিক করেছেন ৩৬ রান।