বরিশাল: তনু হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।
গনজাগরমঞ্চের আয়োজনে বেলা ১২টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। গনজাগরন মঞ্চের সংগঠক নিগার সুলতানা হনুফার সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারন সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি ডাঃ মণিষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি পপি আক্তার প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি জিলা স্কুল, পলিটেকনিক ইনষ্টিটিউট, সরকারি মহিলা কলেজসহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।