কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মালামাল রাখার গোডাউনের ব্যপক ক্ষতি সাধন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে পৌর শহরের সদর রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে রতি রঞ্জন দাস কুট্টির ন্যাশনাল ইলেকটনিক্স, বনি আমিন এমিলির এমিলি টেলিকম সেন্টার, ইউনুস মিয়ার সুতার দোকানসহ স্বপনের একটি মালামাল রাখা গোডাইনের পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার পর পারই উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল হাওলাদার ও কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস’র ইনচার্জ মো. রেজাউল করিম জানান, খবার শুনে তাৎক্ষনি ঘটনাস্থালে গিয়ে আমাদের সহকর্মীরা আগুন নিয়ন্ত্রেনে আনে। তাবে বৈদ্যুতিক সর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারনা করেন।’