বার্তা পরিবেশক, ভোলা::: ৫০ বছরের রাতে লঞ্চ চলার নিয়ম ভেঙে ভোলা-ঢাকা রুটে দিনের বেলা মাত্র ৪ থেকে ৫ ঘন্টায় গন্তব্যে পৌঁছার যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে।

ভোলায় বৃষ্টি, শীত ও বৈরী প্রকৃতির মধ্যেও শুক্রবার সকালে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনের পর ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দ্রুতগামী যাত্রীবাহী নৌযান ওয়াটার ভ্যাসেল এ্যাডভেঞ্চার-৫। সাড়ে ৪ ঘন্টায় এটি ঢাকায় পৌঁছায়।

সকালে দোয়া ও মিলাদের পর সকাল ৮টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলার জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, এ্যাডভেঞ্জারের মালিক মো. নিজাম উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।