বরিশাল: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবীতে বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে ছাত্র ও যুব ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতিবাদী সমাবেশ শেষে তারা নগরীতে এ মশাল মিছিল বের করে।
ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি শারমিন জাহান পপির সভাপতিত্বে সমাবেশে বক্তাব্য রাখেন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সভাপতি এ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সি, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খোকন, ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখার সভাপতি দিপঙ্কর কুন্ডু এবং প্রীতম চৌধুরী উল্লেখযোগ্য।
সমাবেশে বক্তারা বলেন- একের পর এক হত্যা কান্ডের ধরণ দেখে মনে হয় মানুষ অমানুষে পরিণত হচ্ছে। আর বিচারের দীর্ঘ সূত্রিতায় প্রতিবাদকারীরা আস্থা হারিয়ে ফেলছেন। এতে করে অত্যাচারের মাত্রা ক্রমশই বেড়েই চলছে।
যার ধারাবাহিকতার বলি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু। এ কাঙ্খিত দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।’