বার্তা পরিবেশক, অনলাইন:: রবিবার (১৯ জানুয়ারি) সকালে বিমানবন্দর স্বাস্থ্যকর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিশ্বসাস্থ্য সংস্থা থেকে এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু বাংলাদেশ নয় সরাবিশ্বে এ বিষয়ে এলার্ট জারি করা হয়েছে।

এই কর্মকর্তা আরো জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধিরা স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগযোগ করেছে। তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে অবগত করেছেন। রোগটি নির্ণয়ে বেশ কিছু যন্ত্রাংশও বসানো হবে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রে।

সাজ্জাদ আরো বলেন, এই রোগের উপসর্গ জর, কাশি ও শ্বাসকষ্ট। করনো ভাইরাস বিষয়ে ধারনা আছে। যদি কাউকে দেখা যায় এই ভাইরাস নিয়ে এয়ারপোর্টে এসেছেন তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাক্তার সাজ্জাদ বলেন, এটি একটি ভাইরাস জনিত রোগ। ছোয়াচে ধরনের। তাই আমাদের বেশি সতর্ক থাকতে হবে। যেহেতু চীনে কয়েকজন মারাগেছে। বিভিন্ন দেশে ছড়িয়ে পরেছে। তাই বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের সদস্যরা সতর্ক থাকবে যাতে ভাইরাসটি কোনো ভাবেই দেশে ঢুকতে না পারে।