বার্তা পরিবেশক, অনলাইন:: তরুণ প্রজন্ম দেরি করে ঘুম থেকে ওঠে, যে কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

তিনি বলেছেন, ভোটার উপস্থিতি কিছুটা কম। তরুণ প্রজন্ম ঘুম থেকে দেরি করে ওঠে। তাই ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়লে তরুণ প্রজন্ম ঘুম থেকে উঠলে ভোটার উপস্থিতি বাড়বে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই.এ.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আবুল কাসেম বলেন, আমরা ১৩টি কেন্দ্রে অনিয়মের মৌখিক অভিযোগ পেয়েছি। মৌখিক অভিযোগ পেয়েই এসব কেন্দ্রে বিজিবিসহ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে সমস্যা সমাধান করা হয়েছে। এখন সব কেন্দ্র স্বাভাবিক।