বার্তা পরিবেশক, অনলাইন:: দিনাজপুরের হিলিতে একটি বাড়ির ভিত্তির জন্য গর্ত করার সময় মাটির নিচ থেকে একটি ‘বোমা’ সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। এটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করছে এলাকাবাসী।

গতকাল রবিবার উপজেলার বোয়ালদাড়ের পুর্বপাড়া এলাকা থেকে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। এটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ফেলে গিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন বাড়িটি নির্মাণের কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়ে মাটির নিচে থাকা ধাতব এক বস্তু দেখতে পায় শ্রমিকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছে পুলিশ।