বার্তা পরিবেশক, অনলাইন:: টেকনাফ থেকে একটি ডাম্প ট্রাকে করে ইয়াবা বহন করে কক্সবাজারে যাচ্ছে কতিপয় মাদক কারবারি- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার-টেকনাফগামী মহাসড়কের মুহুরীপাড়াস্থ কেএম কমপ্লেক্স অ্যান্ড রেসিডেন্স মার্কেট এর সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

তল্লাশি চলাকালীন টেকনাফের দিক হতে আসা একটি ডাম্প ট্রাক চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে ক’জন নেমে পালানোর চেষ্টার সময় আসামি মো. ফয়েজ উল্লাহ (৪২), মো. আব্দুল গফুর (৪৩)-কে আটক করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের ডাম্প ট্রাকের মধ্যে লুকানো অবস্থায় ইয়াবা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ডাম্প ট্রাকের সামনের সিটের নিচে তল্লাশি করে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।