২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

উজিরপুরে দিনব্যাপি বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক কর্মশালা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৮ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৮

বরিশালের উজিরপুর উপজেলা জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের উদ্যোগে “বালবিবাহ নিরোধ আইন ২০১৭ “আমাদের দায়বদ্ধতা ও করনীয় বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ কর্মশালা।

এতে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিভিন্ন দিক তুলে ধরে তা বাস্তবায়নে করনীয় সম্পর্কে উপস্থাপনা করেন হ্যাঙ্গার প্রকল্পের বরিশাল সমন্বয়কারী ও বরিশাল বিভাগীয় জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের সাধারন সম্পাদক মেহের আফরোজ মিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের জেলা সদস্য ও গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।

বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা জাতীয় শিশুকন্যা এ্যাডভোকেসী ফোরামের আহবায়ক মোঃ জহির খান, উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারন সম্পাদক শাকিল মাহমুদ আউয়াল, সহ-সম্পাদক সরদার সোহেল, সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, উজিরপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল হক আজাহারী।

অনুষ্ঠানে ইমাম, পুরোহিত, নিকাহ রেজিষ্ট্রার ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন