২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠিতে পাচারকালে সরকারি চালসহ দুই ব্যবসায়ি আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৪ অপরাহ্ণ, ০৯ জুন ২০১৮

ঝালকাঠিতে সরকার নির্ধারিত ১০ টাকা কেজি মূল্যের চাল পাচারকালে ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৯ জুন) দুপুরে নতুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজারের একটি দোকান থেকে চালসহ তাদের আটক হয়।

আটক দু’জন হলেন- নতুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের চালের ডিলার নাসির উদ্দিন এবং ব্যবসায়ী কামাল ফকির।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন বরিশালটাইমসকে জানান, প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ৪৬০ কেজি চাল ঝালকাঠির চাকলার বাজারের ব্যবসায়ী কামালের দোকানে মজুদ অবস্থায় পাওয়া য়ায়। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আতাহার মিয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাসকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় চালসহ ব্যবসায়ী নাসির ও কামালকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাহার মিয়া বরিশালটাইমসকে জানান, এ চাল বাইরে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন