৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভোট চুরির পুনরাবৃত্তি আর কোনো দিনও এ দেশে হবে না: বরিশালে ইসি আহসান হাবিব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর চাদরে ঘেরা থাকবে নির্বাচনী এলাকা। কেউ কিচ্ছু করতে পারবে না। পূর্বের মতো ভোট ডাকাতি, ভোট চুরির পুনরাবৃত্তি আর কোনো দিনও এ দেশে হবে না। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে চাই। কে কার প্রার্থী, সেটা দেখার বিষয় নয়।’

আজ শুক্রবার (২৬ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসন সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘জেনারেল আর সৈনিক আমাদের কাছে সমান। মন্ত্রী-এমপির স্বজন নির্বাচনে বিবেচ্য বিষয় নয়।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘উপজেলা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের সঙ্গে পুলিশ, র‍্যাব, আনসার সবাই আছে। কোনো কেন্দ্রে ঝামেলা হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে।’

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির এবং জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বরিশাল সদর ও বাকেরগঞ্জের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থিরা উপস্থিত ছিলেন।’

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন