২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০১৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণের অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় প্রদেশটির মাসটাং জেলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) দলীয় সভায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

প্রদেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়েজ কাকার দেশটির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- হতাহতদের কোয়েটা সিভিল হাসপাতাল, বলান মেডিকেল কমপ্লেক্স ও কেয়েটা মিলিটারি হাসপাতালে নেয়া হয়েছে।

প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আঘা উমর বুঙ্গালজাই বলেন, নওয়াবজাদা সিরাজ বাইসানির সভাকে টার্গেট করে এই বিস্ফোরণটি ঘটানো হয়। আহত অবস্থায় কোয়েটায় নেয়ার পর সিরাজ বাইসানি মারা যান। বুঙ্গালজাইসহ প্রদেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টর আসলাম তারিন জানিয়েছেন- এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন হবে।

এ নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। গত মঙ্গলবার রাতে পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২১ জন নিহত হন।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন