২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ফুঁসে উঠতে পারে ব্রহ্মপুত্র, সতর্ক করল ভারত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩১ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০১৮

ব্রহ্মপুত্র নদের পানি খুব শিগগিরই ফুঁসে উঠতে পারে বলে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। নয়াদিল্লির হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও চীনে বয়ে চলা অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে পানি বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। চীন নদটির উজানে দেয়া বাঁধ খুলে দিলে বাংলাদেশে ব্রহ্মপুত্রের পানি ফুঁসে উঠতে পারে।

ফ্যাক্স বার্তাটি মূলত চীন ভারতকে পাঠিয়েছিল। ভারত সেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।

এতে বলা হয়, চীন ভারতকে সতর্ক করে বলেছে, তিব্বতে প্রচণ্ড বর্ষণের কারণে তাশাংপোর (ব্রহ্মপুত্র নদের চীনা অংশ) পানি ৫০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। চীন বাঁধ খুলে অতিরিক্ত পানি ছেড়ে দিতে পারে।

এই নদটি চীন থেকে ভারত ও বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এমতাবস্থায় চীন বাঁধ খুলে দিলে নদটির বাংলাদেশ ও ভারত অংশে পানি ব্যাপক বৃদ্ধি পাবে। ফলে পার্শ্ববর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে।

চীনের সতর্কবার্তা আমলে নিয়ে আসাম ও অরুণাচলের রাজ্য সরকারকে সতর্ক থাকতে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন