২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিএসসি ইনস্টিটিউট চালুর দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০১৮

পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনের জন্য প্রতি বিভাগে বিএসসি ইনস্টিটিউট চালু এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিএসসি কোর্স চালুর দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে পলিটেকনিক জাতীয় সংগ্রাম কমিটির জেলা শাখা।

সংগঠন জেলা আহ্বায়ক নিলিমা জাহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা ফ্রন্টের সভাপতি শন্তু মিত্র, বিএম কলেজ শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি মোজাম্মেল হক সাগর, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি নাসরিন আক্তার টুম্পাসহ অন্যান্যরা।

এসময় পলিটেকনিক শিক্ষার্থীদের বিএসসি ডিগ্রি অর্জনের জন্য প্রতি বিভাগে ন্যূনতম একটি করে বিএসসি ইনস্টিটিউট চালু এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বিএসসি কোর্স চালুর দাবি জানান বক্তারা।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন