বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের এক গৃহবধূর (২৯) অশ্লীল ও নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে ধর্ষক আনোয়ার ফকিরকে (২০) আসামি করে রোববার রাতে গৌরনদী মডেল থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে কমলাপুর গ্রাম থেকে অভিযুক্ত ধর্ষক সোনা মিয়া ফকিরের পুত্র আনোয়ার ফকিরকে পুলিশ গ্রেফতার ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে।
পুলিশ জানায়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের এক গৃহবধূর স্বামী কয়েক বছর ধরে ঢাকা সিটির ফুটপাতে ব্যবসা করে আসছেন। এ সুযোগে একই বাড়ির দুরসম্পর্কের আত্মীয় আনোয়ার ফকির (২০) প্রায়ই ব্যবসায়ীর ঘরে ঘুমাতে যান। এ সুযোগে বখাটে আনোয়ার ফকির তার ব্যবহৃত মোবাইল সেট দিয়ে কিছু দিন পূর্বে ব্যবসায়ীর স্ত্রীর ঘুমান্ত অবস্থায় অশ্লীল ও নগ্ন ছবি তোলেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বখাটে আনোয়ার ফকির গৃহবধূকে জিম্মি করে প্রায়ই ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বখাটে আনোয়ার ফকির ব্যবসায়ীর ঘরে টিভি দেখতে এসে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় গৃহবধূ ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসলে ধর্ষক আনোয়ার পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে ধর্ষক আনোয়ার ফকিরকে (২০) আসামি করে রোববার রাতে থানায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কমলাপুর গ্রাম থেকে অভিযুক্ত ধর্ষক আনোয়ার ফকিরকে গ্রেফতার ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কালেজ হাসপাতালে প্রেরণ করেছে।
সেই সাথে গ্রেফতার আনোয়ার ফকিরকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ওই আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
শিরোনামOther