ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিজেদের বাড়িতে যেতে ভয় পাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে পায়রা নদীতে সেতু নির্মাণের আশ্বাস পাওয়া শিশু শিক্ষার্থী শীর্ষেন্দুর পরিবার। ভূমিদস্যুরা তাদের জমি দখল করে ভিটেছাড়া করার হুমকি দিচ্ছে।
ভূমিদস্যুরা বিভিন্ন সময় সর্বহারা দলের নেতা পরিচয় দিয়ে মুঠোফোনে শীর্ষেন্দুর পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শীর্ষেন্দুর মা শীলা রাণী সন্নামত এসব অভিযোগ করেন।
লিখিত অভিযোগে শীলা রাণী জানান, তার শ্বশুর বঙ্কিম চন্দ্র বিশ্বাসের বাড়িঘর দখল করার ষড়যন্ত্র করে আসছেন প্রতিবেশী পরিমল চন্দ্র মিন্ত্রী ও তাঁর ভাই পরিক্ষিত চন্দ্র মিস্ত্রী। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে ৩৩ শতাংশ জমি দখলের পাঁয়তারা করছেন। সম্প্রতি বাড়িতে কেউ না থাকার সুযোগে দুই শতাংশ জমির ওপর একটি ঘর নির্মাণ করে দখলে যান তারা। এ ব্যাপারে প্রতিকার চেয়ে শিলা রাণী সন্নামতের বাবা বাঁশবুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা অবিনাশ চন্দ্র সন্নামত গত ২১ জানুয়ারি কাঁঠালিয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বর্তমানে তারা ভূমি দস্যুদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। চাকরির সুবাদে শীলা রানী সন্নামত পটুয়াখালীতে স্বামী ও সন্তানকে নিয়ে থাকেন। মাঝেমধ্যে গ্রামের বাড়ি কাঁঠালিয়ার আওড়াবুনিয়ার পশ্চিম ছিটকি এসে থাকতেন। এখন জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা গ্রামের বাড়িতে আসতে ভয় পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শীলা রাণী সন্নামতের বাবা অবিনাশ চন্দ্র সন্নামত, প্রতিবেশী মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হাওলাদার, ক্ষিতিশ চন্দ্র মিস্ত্রি ও নির্মল চন্দ্র হাওলাদার।
শীলা রাণী সন্নামত বলেন, ‘আমার ছেলে শীর্ষেন্দুকে নিয়ে গ্রামের বাড়িতে যেতে ভয় পাচ্ছি। স্থানীয় ভূমিদস্যুরা জমি দখল করে আমাদের ভিটেছাড়া করতে চাইছেন। তারা আমার ছেলে ও পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য- ২০১৬ সালের ১৫ আগস্ট পটুয়াখালীর সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের বিশ্বজিত বিশ্বাসের ছেলে শীর্ষেন্দু পায়রা নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে দেশব্যাপী সারা ফেলে দেয়। ওই বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণের আশ্বাস দিয়ে শীর্ষেন্দুর লেখা চিঠির জবাব দেন।’
শিরোনামOther