আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২২ জনই সেনা সদস্য।
সেনাবহিনীর বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আজ শনিবার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ফারাহ প্রদেশে এই হামলা চালানো হয়।
খবরে বলা হয়, গত কয়েকমাসে তালেবানের বেশির ভাগ হামলা সেনাবাহিনীকে লক্ষ্য করে করা হয়েছে।
সেনাবাহিনীর বিবৃতি বলা হয়, ওই হামলায় তালেবানেরও অনেকে আহত হয়েছে।
এর আগে চলতি মাসেই রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় কমপক্ষে তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
ওই হামলার বিবরণে এক প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিস্ফোরনের শব্দ পাই। প্রচন্ড শব্দে গাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে যায়।’
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।
Other