িনিট আগের আপডেট সকাল ১১:৪৫ ; মঙ্গলবার ; জুন ৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

উজিরপুরে সওজের জমিতে স্বেচ্ছাসেবকলীগ নেতার দোকান নির্মাণ!

জহির খান, উজিরপুর
৫:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দশ শতাংশ জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর তুলছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহরাব মল্লিকসহ স্থানীয় বেশ কয়েকজন যুবলীগের নেতারা। তবে রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন ও সওজের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের ব্যস্ততম বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী বাসস্ট্যান্ডে সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) দশ শতাংশ জমি দখল করে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহরাব মল্লিক, বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য শাহিন হাওলাদার, কামাল ফকির, নজরুল ইসলাম চৌকিদার, মনির হাওলাদারসহ তাদের সহযোগীরা দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন।

গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের ওই সকল নেতারা ৮ থেকে ১০জন শ্রমিক নিয়ে সওজের প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের দশ শতাংশ জমিতে নির্মাণ করছেন ৯টি দোকানঘর।

সরেজমিনে দেখা গেছে- মহাসড়কের পাশে সওজের ওই সরকারী জায়গা দখল করে নির্মানধীন দোকানঘরগুলোতে কয়েকজন শ্রমিক টিনের বেড়া লাগাচ্ছে। আর সেখানে উপস্থিত যুবলীগ নেতা শাহিন হাওলাদার, কালাম ফকির ও নজরুল ইসলামসহ বেশ কয়েকজন শ্রমিকদের কাজের তদারকি করছেন।

এ সময় দোকান নির্মাণের কাজে নিয়োজিত রিপন মল্লিক (৩০) নামে শ্রমিক বলেন, সেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব মল্লিক ও তার সহযোগী যুবলীগ নেতা শাহিন হাওলাদারসহ আরও কয়েকজনে মিলে এসব দোকানঘরগুলো নির্মাণ করাচ্ছেন।

এদিকে সওজের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের জায়গা দখল করলেও সংশি¬ষ্ট কর্মকর্তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ি জানিয়েছেন, সকলের নাগের ডগায় দিন রাত নির্মাণ কাজ চললেও রহস্যজনকভাবে প্রশাসনের কর্মকর্তারা ও সওজ কর্তৃপক্ষ দেখেও যেন না দেখার ভান করছে।

সরকারি জমি দখল সম্পর্কে জানতে চাইলে উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সোহরাব মল্লিক, যুবলীগ নেতা শাহিন হাওলাদার, কালাম ফকির ও নজরুল ইসলাম বলেন, অনেক জায়গাইতো দখল হয়েছে, খালি জমি তাই ঘর নির্মান করেছি। এতে যানবাহন চলাচলে কোন ক্ষতি হবে না।

উজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি বলেন, যুবলীগের কোন নেতা সরকারি জমি দখল করলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বলেন, দলের নাম ভাঙিয়ে সরকারি জমি দখল করলে প্রশাসন তার নিজস্ব গতিতে ব্যবস্থা নিবে। এ ক্ষেত্রে দল তাদের সহায়তা প্রদান করবে।

তবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সওজ কর্মকর্তারা এ ব্যাপারে আমার সহযোগিতা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, সওজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের বরিশাল জোনের প্রধান প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার নিকট এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই।

অতি শীঘ্রই তদন্ত করে সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  পিরোজপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, গ্রেপ্তার ৪  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২